যাদবপুরে উত্তেজনা অব্যাহত, রাতে ক্যাম্পাসে আগুন, উপাচার্যকে হেনস্থার অভিযোগ

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অনুষ্ঠান ঘিরে শুরু হওয়া অশান্তির রেশ রাতেও কাটেনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার পর বিকেলে পড়ুয়ারা রাস্তা অবরোধ করেন। রাতে উত্তেজনা আরও বাড়ে, যখন আন্দোলনকারীদের হাতে হেনস্থার শিকার হন উপাচার্য ভাস্কর গুপ্ত।

জানা গেছে, সংঘর্ষে আহত পড়ুয়াদের দেখতে কেপিসি হাসপাতালে গেলে সেখানে একদল ছাত্রী উপাচার্যর ওপর চড়াও হয়। অভিযোগ, তাঁকে ধাক্কা দেওয়া হয় ও তাঁর পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। পরে কিছু ছাত্র তাঁকে উদ্ধার করে গাড়িতে তুলে দেয়। উপাচার্য বলেন, “আমি এই ঘটনায় হতবাক।”

অন্যদিকে, শনিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলপন্থী কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন লাগানোর অভিযোগ ওঠে। যদিও দমকল আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তৃণমূলপন্থী কর্মীদের দাবি, তাঁদের কার্যালয়ে ঢুকে একদল দুষ্কৃতী ভাঙচুর চালিয়েছিল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক