দুর্ঘটনার জেরে উত্তেজনা, স্থায়ী লেভেল ক্রসিংয়ের দাবিতে সোনারপুরে রেল অবরোধ

প্রতীকী ছবি

সোমবার রাতের ট্রেন দুর্ঘটনার পর উত্তেজনা নতুন মাত্রা নিল সোনারপুরে। বুধবার সকালে রাধাগোবিন্দ পল্লি এলাকায় রেল অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে স্থায়ী লেভেল ক্রসিং তৈরি করতে হবে। এর জেরে ব্যাহত হয় ক্যানিং শাখার ট্রেন চলাচল। বিপাকে পড়েন নিত্যযাত্রী ও অফিসগামীরা।

জানা গিয়েছে, সোমবার রাতে সোনারপুর স্টেশনের কাছে ম্যাটাডোরের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। ঘটনার পর রেল কর্তৃপক্ষ রেললাইনের ফাঁকা জায়গা ঘেরা শুরু করে। সেই কাজ শুরু হতেই ক্ষুব্ধ হন স্থানীয়রা। তাঁরা রেলকর্মীদের বাধা দিয়ে লাইনে বসে পড়েন বিক্ষোভে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিপজ্জনকভাবে রেললাইন পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। রাজপুর সোনারপুর পুরসভা ও আশপাশের পঞ্চায়েত এলাকার বহু মানুষ, স্কুল-কলেজের পড়ুয়া এবং রোগীদের অ্যাম্বুল্যান্স এই রাস্তাই ব্যবহার করে। এই রাস্তা বন্ধ হয়ে গেলে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে বলে দাবি তাঁদের।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, স্থায়ী লেভেল ক্রসিং না হলে তাঁরা অবরোধ চালিয়ে যাবেন। ঘটনাস্থলে রেলের আধিকারিক ও পুলিশ মোতায়েন রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক