বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৭ শ্রমিকের

বীরভূম: সোমবার সকালে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের উদ্ধারের জন্য চলছে জোরদার চেষ্টা।

ঘটনাটি ঘটেছে ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড (জিএমপিএল) কোলিয়ারিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়লা ভাঙার জন্য বিস্ফোরণ ঘটানোর সময় দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কয়লা উত্তোলনের জন্য ব্যবহৃত বিস্ফোরণজনিত প্রক্রিয়ার সময় অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর জিএমপিএল-এর শীর্ষ আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। উদ্ধারকার্য এখনও চলছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কিত এবং শোকাহত।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?