রবিবার রাতে জম্মু-কাশ্মীরের গান্দেরবল জেলার সোনমার্গে এক ভয়াবহ জঙ্গি হামলায় ৬ পরিযায়ী শ্রমিক এবং এক চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এই শ্রমিকরা একটি টানেল নির্মাণ প্রকল্পের কাজে যুক্ত ছিলেন। জানা গেছে, ক্যাম্পে ফেরার পর হঠাৎই দুই জঙ্গি সেখানে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলি করে। ঘটনাস্থলেই নিহত হন বিহার, পঞ্জাব, মধ্যপ্রদেশ ও কাশ্মীরের কয়েকজন শ্রমিক। নিহত চিকিৎসক শাহনাওয়াজ ছিলেন বুদগামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ৮টা ১৫ মিনিটে বেসরকারি সংস্থার ক্যাম্পে এই হামলা হয়। ক্যাম্পের ভেতরে থাকা নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এই হামলায় গুরুতর আহত আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে বলেছেন, “ভারতের নিরাপত্তা বাহিনী জঙ্গিদের রেহাই দেবে না। হামলায় জড়িতদের শাস্তি হবে।” এছাড়াও, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, নিহত ও আহত শ্রমিকরা সাড়ে ৬ কিমি দীর্ঘ একটি টানেল নির্মাণে যুক্ত ছিলেন, যা সোনমার্গ ও গান্দেরবলের মধ্যে সংযোগ স্থাপন করবে। এই টানেলটি শ্রীনগর-লেহ যাতায়াতের সময় কমাতে সাহায্য করবে এবং কাশ্মীরের পর্যটন শিল্পকে আরও উৎসাহিত করবে। জঙ্গিদের এই হামলা কি উন্নয়নের কাজ ব্যাহত করার উদ্দেশ্যে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।