বুধবার জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়িতে সন্ত্রাসবাদীরা গুলি চালিয়েছে। রাজৌরি জেলার সুন্দরবনী এলাকার ঘটনা।
ঘটনায় প্রকাশ, দুপুর ১টা নাগাদ ফল গ্রাম সংলগ্ন সুন্দরবনী-মাল্লা রোডের বনাঞ্চলে ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর ৯ জ্যাক রাইফেলসের একটি গাড়ি টহল দেওয়ার সময় এক বা দুই রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই অঞ্চল দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের পথ হিসেবে পরিচিত।
একজন সরকারি কর্মকর্তা বলেন, “বিকেল ১টার সময় ফল গ্রাম এলাকায় একটি ওয়াটার ট্যাঙ্কের কাছে বনের ভিতর দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়।”
সেনা সূত্র জানিয়েছে, পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্রও সুন্দরবনীতে গুলির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।