পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার হুমকি

পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার হেরিটেজ করিডরের কাছে পরিক্রমা মার্গের একটি দেওয়ালে ওডিয়া ও ইংরেজিতে লেখা হুমকি-বার্তা চোখে পড়ে।

স্থানীয়দের দাবি, বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে বলা হয়েছে—‘সন্ত্রাসবাদীরা জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে ধ্বংস করবে।’ সঙ্গে একাধিক ফোন নম্বরও লেখা ছিল।

হুমকির খবর ছড়াতেই স্থানীয়রা দেওয়ালের লেখা মুছে দেন। পুলিশ দ্রুত তদন্তে নেমেছে। অভিযোগ, ওই এলাকার একাধিক আলো ভেঙে দেওয়া হয়েছে, যা সিসিটিভির নজরদারিতে থাকে এবং সব সময় পুলিশি পাহারায় থাকে। তবুও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক