Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন, টেট আন্দোলনকারীদের বার্তা শিক্ষামন্ত্রীর - NewsOnly24

ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন, টেট আন্দোলনকারীদের বার্তা শিক্ষামন্ত্রীর

কলকাতা: সোমবার থেকে সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে চলছে ২০১৪ সালের টেট নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। এ বার এই আন্দোলন নিয়ে পাল্টা সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বুধবার একটি সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, “সমস্ত অচলাবস্থা, নানা রকম বিতর্ক ও গোলমাল ছাড়িয়ে পর্ষদ সভাপতি টেটের ঘোষণা করেছেন। এসএসসির মাধ্যমে শীঘ্রই শারীরিক শিক্ষা, কর্মশিক্ষার ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হতে যাচ্ছে। তাঁরা চাকরিও পাবেন। প্রাথমিকেও নিয়োগ হতে যাচ্ছে। সেই সময়ে হঠাৎ নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করার জন্যই কি এ সব করা হচ্ছে”?

একই সঙ্গে তাঁর অভিযোগ, “একদল বিরোধী তো সত্যিই চান না, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করুন, চাকরি দিন। একদল সত্যিই চান, রাজ্যে অচলাবস্থা তৈরি হোক”।

পাশাপাশি তিনি স্পষ্টতই জানিয়ে দেন, “আমরা পর্ষদের ভাষ্য়ের উপর নির্ভরশীল। পর্ষদ সভাপতি ইতিমধ্য়েই জানিয়েছেন, আন্দোলনকারীদের দাবি অন্যায্য অযৌক্তিক। আমরা আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল। আপানরা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। আমার কাছে নির্দেশ এসেছে কারও কোনও একটা সুপারিশও গ্রহণ করা হবে না। নিয়োগে শেষ কথা পর্ষদ। নিয়োগের ব্যাপারে দফতরের কোনো সম্পর্ক নেই”।

আরও পড়ুন: সিঙ্গুর থেকে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে: মমতা

Related posts

গরমের ছুটি কমে মাত্র ৬ দিন, নতুন নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের, পুজোর ছুটি কত দিন

নতুন নির্মাণে বিদ্যুৎ–জল সংযোগে দেওয়া যাবে না,পূর্ব কলকাতা জলাজমিতে বেআইনি নির্মাণে কড়া হাই কোর্ট

১০০ দিনের কাজে শূন্য বরাদ্দ! অভিষেকের প্রশ্নে কেন্দ্রের পরিসংখ্যানে ফের স্পষ্ট বাংলার বঞ্চনা