ডেস্ক: প্রাথমিক টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল থাকার ঘটনায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রতি মামলাকারীকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে। নিজের পকেট থেকে দিতে হবে জরিমানা।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। যাঁরা ওই প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁদের পুরো নম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই নম্বর দেওয়া হয়নি। সেই কারণে হেনস্থার শিকার হয়েছেন চাকরিপ্রার্থীরা। এরপরই তাঁর নির্দেশ, জরিমানা হিসেবে ১৯ জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্যকে। নিজের পকেট থেকে সেই টাকা দেবেন। একইসঙ্গে প্রাপ্ত নম্বরও দিতে হবে। পাশ করলে দিতে হবে শংসাপত্র। ডাকতে হবে ইন্টারভিউয়ে।
শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে। দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ। এবার হাইকোর্ট পর্ষদ সভাপতির জরিমানা করায় বিষয়টি অন্য মাত্রা পেল।