প্রথম পাতা খবর তালিবানদের হাত থেকে মুক্ত ১৫০ ভারতীয়কে শীঘ্র আফগানিস্তান থেকে সরিয়ে আনা হবে

তালিবানদের হাত থেকে মুক্ত ১৫০ ভারতীয়কে শীঘ্র আফগানিস্তান থেকে সরিয়ে আনা হবে

319 views
A+A-
Reset

ডেস্ক : জিজ্ঞাসাবাদের পর তালিবানদের হাতে ‘আটক’ ১৫০ জন ভারতীয়কে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের খুব শীঘ্রই আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে।

শনিবার সকালে একটি সংবাদমাধ্যের প্রতিবেদনের দাবি করা হয়, ১৫০জন ভারতীয়কে আটক করেছে তালিবানরা। কাবুল বিমানবন্দরে যাওয়ার পথে তাদের আটক করা হয়। যদিও তালিবানরা এই দাবি অস্বাকীর করেছে।

সূত্রে জানা গিয়েছে, ভারতীয়দের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সমস্ত ভারতীয় নাগরিকদের মুক্ত করতে আলোচনাও শুরু হয়।

অপহৃতদের মধ্যে কারা ছিলেন

জানা গিয়েছে, অপহৃতদের মধ্যে আফগানি শিখ, হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তাঁরা হামিদ কারজাই বিমান বন্দরে ঢোকার চেষ্টা করছিলেন।

তবে তালিবানরা দাবি করেছে কাউকে অপহরণ করা হয়নি। অন্য একটি পথ দিয়ে তাদের বিমানবন্দরের অন্য অংশে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান ইতিমধ্যেই ৮৫ জন ভারতীয়কে কাবুল থেকে সরিয়ে নিয়েছে। তার ঠিক পরেই এই ঘটনা ঘটল। সূত্রের খবর কাবুল থেকে আরও কিছু ভারতীয়কে ফেরানোর জন্য অন্য একটি বিমান অপেক্ষা করছে।

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য কাবুল থেকে ইতিমধ্যেই দূতাবাসের সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু অনুমান করা হচ্ছে প্রায় হাজার খানেক ভারতীয় এখনও আফগানিস্তানে আটকে রয়েছে। এদের অনেকের বিবরণ ভারতীয় দূতাবাসের কাছে নথীভুক্ত ছিল না। তাদের ফিরতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

আরও পড়ুন : সশস্ত্র প্রতিরোধের মুখে তালিবানরা, তিনটি জেলা ছিনিয়ে নিল বিরোধীরা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.