ডেস্ক: উত্তপ্ত হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। বাদল অধিবেশনের প্রতিটি দিন সংসদ ভবনের বাইরে এই ব্যাপারেই তারা বিক্ষোভ দেখাবে বলে সাফ জানিয়ে দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। সংসদের বাইরে চলবে টানা বিক্ষোভ। ২২ জুলাই পর্যন্ত চলবে এই আন্দোলন। সংসদের বাইরে শ’দুয়েক কৃষক বিক্ষোভ দেখাবেন। সেখানে সব কৃষক সংগঠনে থেকে ৫ জন করে প্রতিনিধি থাকবেন।
সংযুক্ত কিষান মোর্চা এই কর্মসূচির কথা ঘোষণা করেছে। কৃষি আইন বাতিলের দাবিতে লাগাতার আন্দলনে নেমেছেন কৃষকেরা। কৃষক নেতা রাকেশ টিকায়েত দিন কয়েক আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। কৃষি আইন বাতিলের দাবিতে তাঁদের আন্দোলন চলছে।
আরও পড়ুন: কৃষক বন্ধু প্রকল্প: ১৫ দিনেই প্রথম কিস্তির টাকা পেলেন রাজ্যের ৬২ লক্ষ কৃষক!
সংযুক্ত মোর্চার পক্ষ থেকে গুরনাম সিংহ জানিয়েছেন, ‘‘আমরা কেন্দ্রের সমস্ত বিরোধী দলকে আবেদন করব তাঁরা ১৭ জুলাই থেকে অধিবেশনের প্রতিটি দিন যেন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সোচ্চার হন। ওয়াক আউট করে সরকারের সুবিধা করে না দিয়ে সংসদ কক্ষের ভিতরে প্রতিবাদ করলে তা আরও জোরদার হবে। সরকারকে বাধ্য করতে হবে যাতে এই বিষয়ে তারা কথা বলে।”