ডেস্ক: উত্তরবঙ্গে (North Bengal) বড় ধাক্কা বিজেপির (BJP)। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামণিকের গড় বলে পরিচিত দিনহাটায় সবুজ ঝড়ে উড়ে গেল বিজেপি। ব্যাপক ভোটের ব্যবধানে দিনহাটায় জয়ী হলেন উদয়ন গুহ। এদিন ভোটগণনার শুরুতেই তিনি বলেছিলেন, একলক্ষের বেশি ভোটে এবার জয় আসবে। তৃণমূলের এই জয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকে অস্তিত্ব সংকটে পড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
গোসাবায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। দেড় লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। গোসাবায় রেকর্ড ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। ১ লক্ষ ৫১ হাজার ভোটে জয়ের রেকর্ড সুব্রত মণ্ডলের। ঘাসফুলের প্রার্থী হয়েছিলেন জয়ন্ত নস্কর। তবে ভোটের পর করোনা আক্রান্ত হয়ে এই প্রবীণ নেতার মৃত্যু হয়। তাই এই আসনে উপনির্বাচন।
আরও পড়ুন: দিনহাটা-গোসাবায় এগিয়ে উদয়ন-সুব্রতরা
তৃণমূলের মত, গোসাবার মানুষ মনে রেখেছে প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের ভালোবাসা। সেই ভালবাসাই ভোটবাক্সে উপচে পড়েছে। ভোটের ফলাফলের ট্রেন্ড নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিজেপির আর কিছু নেই এ রাজ্যে। মানুষ বর্জন করছে। না হলে এই ফলাফল হয়?”