দক্ষিণ ২৪ পরগনা : বিজেপি-র বিরুদ্ধে মতুয়া নেতাদের ক্ষোভ ক্রমশ ফেটে ফেটে বেরোচ্ছে। এবার সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েনের ফেসবুক পোস্ট তাকেই আরও দৃঢ় করল। দলের নয়া কমিটি গঠনের তিনদিনের মাথায় শনিবার বিধায়কদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন পাঁচ মতুয়া বিধায়ক। এবার মতুয়া সংগঠনের সাধারণ সম্পাদকের পোস্ট বিজেপি- কাছে কাছে পরিস্থিতিকে আরও জটিল করে দিল।
সুখেন্দ্রনাথ গায়েন কী লিখেছেন তাঁর পোস্টে? তিনি লিখেছেন, ‘‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ আর নির্দিষ্ট কোনও রাজনৈতিক পার্টিকে সমর্থন করবে না।’ পরে আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। তৈরি থাকুন আগামী দিনের জন্য। মতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে।’
কেন এমন পোস্ট? এ নিয়ে তিনি বলেন, ‘‘আমরা মোট ১১ দফা দাবি নিয়ে বিজেপি-কে সমর্থন করেছিলাম। তার মধ্যে একটি দাবি ছিল, নাগরিকত্ব। কিন্তু এখনও পর্যন্ত তার একটিও পূরণ হয়নি। সব ক্ষেত্রে মতুয়ারা বঞ্চিত হচ্ছে।’’
বিজেপি-র রাজ্য কমিটিতে মতুয়া মুখ না থাকায় ইতিমধ্যেই ‘বিদ্রোহী’ হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন পাঁচ মতুয়া বিধায়ক। সুখেন্দ্রও পোস্ট করে বুঝিয়ে দিলেন এটা শুধু পাঁচ বিধায়কের বিষয় নয় তিনিও ভাল ভাবে নেননি বিষয়টি।
আরও পড়ুন : হাওড়া-বালি নিয়ে জটিলতার মধ্যেই সোমবার পুরভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন