ডেস্ক: ভবানীপুরে উপনির্বাচনে জয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।সুকান্ত মজুমদারের দাবি, ভবানীপুরের ফল তাঁদের ভবিষ্যতে লড়াইয়ের অনুপ্রেরণা জোগাবে৷ বিজেপি রাজ্য সভাপতির যুক্তি, ‘প্রিয়াঙ্কা টিবরেওয়াল যে লড়াউ করেছেন, তা প্রশংসার দাবি রাখে৷ ভবিষ্যতের নির্বাচনগুলিতে লড়াইয়ের জন্য ভবানীপুর আমাদের অনুপ্রেরণা জোগাবে৷’ তবে জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দনও জানান সুকান্ত৷ জনগণের রায়কে বিজেপি যেমন আগেও মাথা পেতে নিয়েছে, এখনও নিচ্ছে বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: এই খেলায় আমিই ম্যান অফ দ্য ম্যাচ, ভবানীপুরে হারের পর বললেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল
তিনি বলেছেন, এই উপনির্বাচনে মাত্র ৫৭ শতাংশ মানুষ ভোট দিতে এসেছেন। তিনি বলেছেন, জনগণের একটা বড় অংশ ভোট দিতে বেরোতে পারেননি কিংবা ভোট দিতে যাননি। এই সুযোগে তৃণমূল চেয়েছিল বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে। কিন্তু এত সংখ্যক মানুষ যে আমাদের ভোট দিয়েছেন তাতে আমরা সত্যিই আপ্লুত। এই ভোট আমাদের অনুপ্রেরণা দিচ্ছে আগামী দিনের ভোটে লড়ার জন্য। আমরা আগামিদিনে নিজেকে লড়াই চালিয়ে যাব।”