Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিধানসভার অধিবেশন বয়কট করছে বিজেপি - NewsOnly24

বিধানসভার অধিবেশন বয়কট করছে বিজেপি

ডেস্ক: ‘বিধানসভার অধিবেশন বয়কট করছে বিজেপি। রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা বয়কট।  শনিবার রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচন। সেই নির্বাচনে অংশ নেবেন না বিজেপি বিধায়করা। এমনটাই জানা যাচ্ছে বিজেপি শিবির থেকে।


গেরুয়া শিবিরের দাবি, রাজ্যে রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ চলছে তা যতদিন না বদল হয় ততদিন তারা ওই ধরনের কোনও কর্মসূচিতে যাবেন না।


এদিন দিলীপ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজেপির পরিষদীয় দলের প্রথম বৈঠকে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত হয়েছে। দিলীপ ঘোষ জানিয়েছেন, ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যজুড়ে যে ভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তার পর রাজ্যে গণতন্ত্রের চর্চা বৃথা। আগে হিংসা থামুক, তার পর বিধানসভার অধিবেশনে যোগ দেবেন বিধায়করা। 

শুক্রবারের বৈঠকে মুকুল রায় ছাড়া বিজেপির ৭৬ জন বিধায়কই হাজির ছিলেন। দিলীপবাবুর প্রস্তাবে সম্মতি জানান তাঁরা। শনিবার বিধানসভায় স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও বিজেপি অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে। 

Related posts

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার