কলকাতা: পিস ওয়ার্ল্ডে রাখা রয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। বৃহস্পতিবার সেখানেই শায়িত থাকবেন তিনি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সেখান থেকে দেহ বার করা হবে।
বেলা ২টো নাগাদ ৫৯ নম্বর পাম অ্যাভিনিউর বাড়ি থেকে বুদ্ধবাবুর দেহ বার করে আনেন বাম যুব নেতারা। আনা হয় পিস ওয়ার্ল্ডে । গলায় লাল – সাদা মালা, বুকের ওপর রক্তপতাকা। শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে শেষযাত্রা শুরু হবে রাজ্য বিধানসভার উদ্দেশে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিধানসভায় মরদেহ থাকবে। সেখান থেকে বেলা ১২টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই মরদেহ শায়িত থাকবে বিকাল ৩টে পর্যন্ত।
এর পর প্রয়াত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। পৌনে ৪টে পর্যন্ত বুদ্ধদেবের দেহ শায়িত থাকবে সেখানে। সেখান থেকে শ্রদ্ধাজ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের এনআরএস হাসপাতালে। সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতের চিকিৎসার গবেষণার কাজে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য।