শেষ যাত্রায় বুদ্ধদেব, বিদায় জানাতে লম্বা লাইন

কলকাতা: আজ, শুক্রবার বিধানসভায় শেষ শ্রদ্ধা জানানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে। বামপন্থী নেতাকর্মী ছাড়াও শামিল শাসকশিবিরের বিধায়ক, সাংসদ, মন্ত্রীরাও। দলমত নির্বিশেষে সকলে উপস্থিত। এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হল বিধানসভা।

আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে পৌঁছয় বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। শেষ শ্রদ্ধা জানাতে ভিড় বাম কর্মী-সমর্থকদের।

আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিআইয়ের রাজ্য সম্পাদক ডি রাজা, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, বাম আমলের মৎস্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ।

এর পর প্রয়াত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। পৌনে ৪টে পর্যন্ত বুদ্ধদেবের দেহ শায়িত থাকবে সেখানে। সেখান থেকে শ্রদ্ধাজ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের এনআরএস হাসপাতালে। সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতের চিকিৎসার গবেষণার কাজে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক