প্রথম পাতা খবর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু বাজেট অধিবেশন, ১২ ফেব্রুয়ারি পেশ বাজেট

১০ ফেব্রুয়ারি থেকে শুরু বাজেট অধিবেশন, ১২ ফেব্রুয়ারি পেশ বাজেট

344 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করা হবে বলে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি সূত্র জানিয়েছে, ওইদিন মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং আইন বিষয়ক দফতরে ৬০ জন নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, স্বরস্বতী পুজোর দিন এলাকার পরিস্থিতির উপর নজরদারি করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “সকলে এলাকা দেখে রাখবেন, সতর্ক থাকবেন। কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান।”

নবান্ন সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে এ বারের বাজেটে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে। পাশাপাশি, রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলি— রূপশ্রী, কন্যাশ্রী ও লক্ষ্মীর ভান্ডার—এ বাড়তি সংযোজন হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.