সোমবার আইসিসি বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধানা। ২০২৪ সালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি। ভারতীয় দলের সহ-অধিনায়ক মন্ধানা ২০১৮ ও ২০২২ সালে আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি ওডিআই ক্রিকেটে ১৩ ইনিংসে ৭৪৭ রান সংগ্রহ করে নিজের কেরিয়ারে নতুন উচ্চতা ছুঁয়েছেন।
২০২৪ সালে তিনি মহিলা ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। তাঁর সংগৃহীত রান দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ডট (৬৯৭), ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট (৫৫৪) এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজের (৪৬৯) তুলনায় অনেক বেশি।
মন্ধানা এক বছরে সর্বাধিক চারটি ওডিআই সেঞ্চুরি করেছেন, যা মহিলাদের ক্রিকেটে এক নতুন রেকর্ড। এছাড়া তিনি ৯৫টি চার ও ছয়টি ছক্কা মেরে ১০০-র বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন।
২৮ বছর বয়সী এই ক্রিকেটারের ব্যাটিং গড় ছিল ৫৭.৮৬ এবং স্ট্রাইক রেট ৯৫.১৫।
২০২৪ সালে তার অন্যতম সেরা ইনিংসগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি সেঞ্চুরি, যার মাধ্যমে ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। অক্টোবর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ণায়ক ম্যাচেও দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে আরও একটি লড়াকু শতরান করেন, যদিও সেই ম্যাচে ভারত পরাজিত হয়।
পার্থের ওয়াকা স্টেডিয়ামে মন্ধানার অসাধারণ ১০৫ রানের ইনিংস ভারতের জয়ের আশা জাগিয়ে তুলেছিল। ভারতীয় দল যখন ব্যাট হাতে সংগ্রাম করছিল এবং একের পর এক উইকেট পড়ছিল, তখন তিনি ক্রিজে অটল থেকে ১০৯ বলে ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে দুর্দান্ত শতরান করেন।