প্রথম পাতা খবর আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

267 views
A+A-
Reset

ডেস্ক: পুজো শেষ হলেই ফের ভোট রাজ্যে।  আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন সহ জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। আর মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, রাজ্যের আরও চারটি কেন্দ্র গোসাবা, শান্তিপুর, দিনহাটা, খড়দহতে উপনির্বাচন হতে চলেছে আগামী ৩০ অক্টোবর। ওই কেন্দ্রগুলির ফলপ্রকাশ হবে আগামী ২ নভেম্বর।


গোসাবায় ভোটের ফলপ্রকাশের পর মৃত্যু হয় তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের। আবার খড়দহতে ভোটের ফলপ্রকাশের আগেই মৃত্যু হয় প্রার্থী কাজল সিনহার। ফলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। অপরদিকে, শান্তিপুর থেকে জিতেছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও দিনহাটা থেকে জিতেছিলেন বিজেপি সাংসদ নিশীথ অধিকারী। কিন্তু বিধানসভা ভোটে জিতলেও তাঁরা সাংসদ পদেই রয়ে যান, ইস্তফা দেন বিধায়ক পদে। সেই কারণেই ওই দুই কেন্দ্রেও উপনির্বাচনেও প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: পুজোর আগেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ২.৫ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার


একই দিনে সারা দেশের ৩ টি লোকসভা এবং ৩০ টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে তেলেঙ্গানা, রাজস্থান, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, কর্নাটক, হিমাচল প্রদেশ, হরিয়ানা, বিহার, অসম, অন্ধ্র প্রদেশেরও একাধিক কেন্দ্রে উপনির্বাচন হবে। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশের তিন লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হবে এদিন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.