ডেস্ক: পুজোর অনুদানে এবার সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্টও। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, অনুদানের টাকা ক্লাবগুলি কীভাবে খরচ করবে, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে সরকারকে। রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশিকা জারি না করলে গত বছরের নির্দেশিকা অনুযায়ী অনুদান ব্যয় করতে পারবে ক্লাব কর্তৃপক্ষ। সে সংক্রান্ত রিপোর্টও জমা দিতে হবে হাই কোর্টে।
এ বছরও কোভিড প্রোটোকল মেনে পুজোর অনুমতি দিয়েছে সরকার। সেপ্টেম্বরে কলকাতায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুজো উদ্যোক্তাদের বৈঠকে বসেন প্রশাসনিক কর্তারা। কোভিড পরিস্থিতিতে কী কী নিয়ম মেনে পুজো করতে হবে, বৈঠকে তা জানিয়ে দেন মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ক্লাবগুলিকে ৫০ হাজার আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। তারই বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের হয়। পুজোর আগে কলকাতা হাই কোর্টে শুক্রবারই ছিল ওই মামলার শুনানি।
আরও পড়ুন: আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে মৃতের সংখ্যা
শুনানি চলাকালীন হাই কোর্টের তরফে প্রশ্ন করা হয় কোভিড পরিস্থিতিতে কেন ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে? সে প্রশ্নের জবাবে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ক্লাবগুলি যে কোনও সময়েই জনগণের পাশে দাঁড়ায়। করোনা পরিস্থিতিতেও তারা সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছে। জনকল্যাণমূলক কাজে ক্লাবগুলিকে সাহায্য করার জন্যই তাদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত। এরপরই হাই কোর্ট অনুদান মামলায় সবুজ সংকেত দেয়।