চলতি মাসের ৩১ তারিখ আনলক হবে রাজধানী

ডেস্ক: চলতি মাসের ৩১ তারিখ আনলক হবে রাজধানী। আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, “করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে নিয়ন্ত্রণে আনতে রাজধানীর দু’কোটি মানুষের প্রচেষ্টাকে ধন্যবাদ”।


তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে, করোনা কিন্তু চলে যায়নি। আজ বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে একটা বৈঠক ছিল। শেষ কয়েক সপ্তাহে আমরা লকডাউনের যে সুফল পেয়েছি, তা যাতে ফের হারাতে না হয়, সে দিকে লক্ষ্য রেখেই ধীরে ধীরে লকডাউন প্রত্যাহারের দিকে এগনোর প্রস্তাব দিয়েছেন প্রত্যেকে।


এদিন তিনি বলেন, এখন আনলক করার সময়, তা না হলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে”।আগামী ৩১ তারিখ সোমবার সকাল থেকে সব কল কারখানা খুলে দেওয়া হবে। সেইসঙ্গে কন্সট্রাকশানের কাজও শুরু হয়ে যাবে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন