আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: রাজনাথ

ডেস্ক:  ‘আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বীকার করে নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন তালিবান নিয়ে ভারত সরকার কৌশল বদলাতে পারে। তবে দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না, সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন রাজনাথ।

আরও পড়ুন: মন কি বাত: ধ্যানচাঁদের জন্মদিনে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী


রাজনাথ সিং জানিয়েছেন, ‘আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি আমাদের দেশকে নতুন করে কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। ভারত আফগানিস্তানের জন্য কৌশলে পরিবর্তন আনছে।’ তবে, দেশ যে নিরপত্তা সুদৃঢ় করার পথে হাঁটছে, সেটাও বুঝিয়ে দিয়েছেন রাজনাথ। তিনি বলেন, “প্রতিরক্ষা মন্ত্রক সুসংহত গোষ্ঠী তৈরি করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে সরকার।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে