রাজ্যবাসী ভরসা করে তৃণমূলকে ভোট দিয়েছেন, সেই ভরসার রাখতে হবে, এই জানিয়ে দলের সব বিধায়ককে চিঠি মুখ্যমন্ত্রী

ডেস্ক: রাজ্যবাসী ভরসা করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের ভোট দিয়েছেন, সেই ভরসার রাখতে হবে, এই জানিয়ে দলের সব বিধায়ককে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । প্রত্যেক বিধায়ক এবং তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূল পরিবারের সব সদস্য এবং ভোটদাতাদেরও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তিনি।


তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের ভোট দিয়েছেন, সেই ভরসার রাখতে হবে বলে এ দিন চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় বজায় রেখে চলারও পরামর্শ দিয়েছেন মমতা। তাঁদের করণীয় কী কী? সেগুলিই চিঠিতে উল্লেখ করেছেন মমতা। তৃণমূলের ঐতিহাসিক জয়ের জন্য বিধায়কদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লিখেছেন, “মানুষদের ভরসার যোগ্য সম্মান দিতে হবে। সুখে দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। নম্রতা এবং বিনয়ের সঙ্গে জনগণের সঙ্গে সেবা করতে হবে।”

আরও পড়ুন: বৈশাখে নামল শ্রাবণ ধারা, কলকাতা, জেলায় শুরু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, জলমগ্ন রাস্তাঘাট

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধায়কদের এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। উন্নয়নের জয়। পাশাপাশি একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা আর সৌভ্রাতৃত্বের জয়। তিনি বলেছেন, গত ১০ বছরে সরকার অনেক কাজ করেছেন। আগামীদিনে আরও কাজ করতে হবে।

তৃণমূল সুপ্রিমো বলেছেন, এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে, সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে জনগণের কাছে পৌঁছয় তা নিশ্চিত করতে হবে বিধায়কদের। তবেই বাংলাকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন