গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে আজ বাবুঘাটে মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই গঙ্গাসাগরে গিয়ে মেলার প্রস্তুতি খতিয়ে দেখে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর নজর বাবুঘাটের পরিকাঠামোয়। আজ, বৃহস্পতিবার তিনি বাবুঘাটে গিয়ে মেলার প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন।

প্রতিবছর গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক পুণ্যার্থী উপস্থিত হন। তাঁদের সুষ্ঠু পরিবহন, থাকার ব্যবস্থা, এবং স্বাস্থ্য পরিষেবার দিকে নজর রাখতেই প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই প্রশাসন সর্বোচ্চ তৎপরতায় কাজ শুরু করেছে।

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রাজ্য সরকারের উদ্যোগে বিশেষ পরিবহন ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, শৌচালয়, এবং স্বাস্থ্যশিবির স্থাপন করা হয়েছে। বাবুঘাট, যা পুণ্যার্থীদের একটি প্রধান যাত্রাপথ, সেখানকার পরিকাঠামোও আধুনিকায়নের কাজ চলছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক