162
ডেস্ক: প্ররোচনামূলক মন্তব্যের জেরে একজন তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ, অপরজন রাজ্য বিজেপির শীর্ষ নেতা সায়ন্তন বসু, এই দুজনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রবিবার সন্ধে থেকে সোমবার সন্ধে, ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না তাঁরা।
সুজাতা মন্ডলের ভোটপ্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আরামবাগের তৃণমূল প্রার্থীর করা বিতর্কিত মন্তব্যের জেরে যে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আরও পড়ুন: রাজ্যে ভ্যাকসিনের জোগান বাড়ানো দাবি নিয়ে মোদীকে চিঠি দিলেন মমতা
অন্যদিকে শীতলকুচি নিয়ে মন্তব্য করায় কমিশনের কোপে পড়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ তাঁকে নোটিস দিয়ে ২৪ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছিল। রবিবার সন্ধ্যে ৭টা থেকে দুজনেই প্রচার করতে পারবেন না৷