কলকাতা: বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি, চার পুরনিগমের ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল বিজেপি। সে বারও সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়ে কমিশনের কোর্টে ঠেলে দিয়েছিল হাই কোর্ট। রাজ্যের ১০৮ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী বহাল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার এবারও কমিশনের উপরই ছেড়ে দিল আদালত।
আদালত বলে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই। আগামী ১২ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।নির্বাচন চলাকালীন যদি কোনও রকম অশান্তি হয় তবে তার জন্য দায়বদ্ধ থাকবে কমিশন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এক মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোটগ্রহণ হবে। এই পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। আদলত বলে, যে সব জেলায় ভোট রয়েছে, সেই জেলাগুলিতে কী পরিস্থিতি তা জেনে তার পরই সিদ্ধান্ত নিতে হবে।পরে রাজ্যের ডিজি, আইজি ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। যদি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হলে তবে মোতায়েন করতে হবে। প্রতিটি পুরসভাতেই পর্যবেক্ষক হিসেবে আইএএস অফিসার নিয়োগ করতে হবে।
আরও পড়ুন: আনিস-কাণ্ডে দু’জন পুলিশকর্মীকে গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী