ডেস্ক: দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৭০ হাজারে। গত ৭২ দিনে এটি সর্বনিম্ন সংক্রমণ। যদিও মৃত্যুর সংখ্যাও এখনও আয়ত্তে আনা সম্ভব হয়নি। এদিনও করোনায় মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯২১। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮১ লক্ষ ৬২ হাজার ৯৪৭ জন।
আরও পড়ুন: আজ ও তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা
একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৫০১। যদিও দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার গত কয়েকদিনের মতো এদিনও বেশি। করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। মোট ২৫ কোটি ৪৮ লক্ষ ৪৯ হাজার ৩০১ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।