Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কৃষি আইনের প্রতিবাদে সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সিদ্ধান্ত তৃণমূল-সহ ১৬ বিরোধী দলের - NewsOnly24

কৃষি আইনের প্রতিবাদে সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সিদ্ধান্ত তৃণমূল-সহ ১৬ বিরোধী দলের

পুরনো সংসদ ভবন

ওয়েবডেস্ক : কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধীতায় সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সিদ্ধান্ত নিল তৃণমূল। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে একই পথে হাঁটল ১৬টি বিরোধী দল। সকলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সে এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ।

তিনি বলেন, আগের অধিবেশনে বিরোধীদের মতামত না নিয়ে একক সিদ্ধান্তেই কৃষি বিল পাশ করিয়ে আইনে পরিণত করেছে কেন্দ্র। তারই প্রতিবাদে চলতি অধিবেশনের প্রথম দিন বয়কট করছে বিরোধী দলগুলি।

২৯ জানুয়ারি, সংসদ অধিবেশনের প্রথম দিন রয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ। সেই ভাষণে থাকবেন না তৃণমূল সাংসদরা ও ১৬ টি দলের সাংসদরা।

বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শেষে কক্ষ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সংসদের প্রথম দিন অনুপস্থিত থাকবে তৃণমূল। তিনি জানান, আরও ১৬ টি দলও একই সিদ্ধান্তের পথে হেঁটেছে বলে জেনেছেন।

আপ,ন্যাশনাল কনফারেন্স, শিব সেনা, ডিএমকে, সিপিএম সহ ১৬টি দলএই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

Related posts

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

পার্থর পর কল্যাণময়, ইডির পরে সিবিআই মামলায়ও জামিন, জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা