কলকাতা: ডিজিপি পদে দায়িত্ব নিয়ে মঙ্গলবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজীব কুমার। স্পষ্ট বার্তা দিলেন, ‘‘কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনও রকম সুযোগ দেওয়া হবে না।’’
লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই রাজ্য পুলিশে ফের রদবদল হয়েছে। রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো হয়েছে রাজীব কুমারকে। রাজ্য পুলিশের ডিজি পদে পুনর্বহাল হওয়ার ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই নবান্নে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিলেন রাজীব কুমার।
সম্প্রতি রাজ্যে একের পর এক জনরোষের ঘটনা ঘটছে। গণপিটুনিতে প্রাণ গিয়েছে বেশ কয়েক জনের। এদিন এনিয়ে প্রশ্ন করা হলে ডিজির সাফ বার্তা, “আইন হাতে নেওয়ার কোনও সুযোগ কাউকে দেওয়া হবে না।”
এ দিনের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে সতর্ক করেন ধর্মীয় উৎসব পালন করার ব্যাপারে। সোমবার ছিল উল্টোরথ। তবে রাজ্যে কোথাও কোথাও তা মঙ্গলবারও পালন করা হচ্ছে। বুধবার রয়েছে মহরম। রাজীব বলেছেন, ‘‘মহরম ও উল্টোরথ-সহ বিভিন্ন উৎসব পালন করুন। কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা না করে। মনে রাখবেন আমাদের স্লোগান, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। উৎসব পালন করার সময় সেটা মাথায় রেখেই পালন করুন।’’