Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অলিম্পিক্সের দরজা খুলে গেলেও ভালো ফল করতে পারলেন না, ফাইনালেও উঠতে পারলেন না প্রণতি - NewsOnly24

অলিম্পিক্সের দরজা খুলে গেলেও ভালো ফল করতে পারলেন না, ফাইনালেও উঠতে পারলেন না প্রণতি

ডেস্ক: অলিম্পিক্সের দরজা খুলে গেলেও ভালো ফল করতে পারলেন না প্রণতি। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ফাইনালে উঠতে ব্যর্থ বাংলার প্রণতি নায়েক। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের সাবডিভিশন ওয়ান থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি। করোনার জেরেই স্বপ্নপূরণ করতে ব্যর্থ হলেন তিনি। করোনা থাবা না বসালে আরও বেশি অনুশীলনের সময় পেতেন। কিন্তু, তা আর সম্ভব হয়নি। তবে নিজের লড়াইয়ে কোনও খামতি রাখেননি। মাত্র ২ মাসের অনুশীলনে যেটুকু শিখেছেন তার পুরোটাই অলিম্পিক্সে উজাড় করে দিয়েছেন তিনি। 

এবার অলরাউন্ড ফাইনালেও উঠতে পারলেন না প্রণতি নায়েক। চার রাউন্ড মিলিয়ে তাঁর মোট পয়েন্ট ৪২.৫৬৫ ৷ কিন্তু তাঁর এই রেকর্ড পয়েন্ট তাঁকে মূল পর্বের টিকিট পাইয়ে দেওয়ার জন্য তৈরি ছিল না৷ তিনি যোগ্যতা অর্জনপর্বে ১২ হওয়ায় মূল পর্বের টিকিট পেলেন না৷

আরও পড়ুন: টোকিও অলিম্পিক্সে রোয়িং-এ সেমিফাইনালে উঠে ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন অর্জুন-অরবিন্দ-র জুটি

এদিন অলরাউন্ড পর্বে প্রণতির মোট স্কোর ৪২.৫৬৫। এর মধ্যে তিনি সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন ভল্টে (১৩.৪৬৬)। এ ছাড়া ফ্লোরে ১০.৬৩৩, আনইভেন বারে ৯.০৩৩ এবং ব্যালান্স বিমে ৯.৪৩৩ পয়েন্ট পেয়েছেন তিনি। মহাদেশীয় কোটায় শেষ মুহূর্তে অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছিলেন প্রণতি। তার ওপর শুধু বাংলা নয়, গোটা দেশেরই প্রত্যাশা ছিল।


করোনার জন্য দীর্ঘদিন অনুশীলন থেকে দূরে ছিলেন। তবে সেই সময় রীতিমতো কসরত করছিলেন। কিন্তু, জিমন্যাস্টিক্স ভালো করার মতো কোনও অনুশীল তিনি করতে পারেননি। এরপর অলিম্পিক্স খুব কাছাকাছি এসে পড়ায় চোটের ভয় থেকে ঝুঁকিপূর্ণ কোনও অনুশীল করেননি। এভাবেই পাড়ি দিয়েছিলেন অলিম্পিক্সের উদ্দেশ্যে। আর সেখানে দ্বাদশ স্থানেই থামল তাঁর যাত্রা। ফাইনাল রাউন্ডে আর উঠতে পারলেন না। 

Related posts

নতুন বছরে উত্তরবঙ্গের জন্য বড় উপহার, শিলিগুড়ি থেকে দিঘা প্রথম ‘ভলভো স্লিপার’ বাস চালু

ব্রিগেডে সভার অনুমতি পেল না হুমায়ুন কবীরের দল, মুর্শিদাবাদে ১০ লক্ষ জমায়েতের হুঁশিয়ারি

প্ররোচনায় পা দেবেন না, শান্তি বজায় রাখুন, বেলডাঙার অশান্তি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর