কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

ডেস্ক: কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তরফে দিল্লির দফতরে হাজিরা দেওয়ার জন্য ফের তলব করা হয়েছে। সম্ভবত ২১ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছিল, তার সঙ্গে ইডির কাছে থাকা প্রমাণের অনেক কিছুই মিলছে না। তাই ফের তাঁকে তলব করা হয়েছে।


এর আগে ইডির প্রথম তববে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬ সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে টানা প্রায় ৯ ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। এর একদিন পরেই অভিষেককে দ্বিতীয় নোটিস দেয় ইডি। যদিও সেবার হাজিরা দেননি অভিষেক। স্পষ্ট জানান, একদিনের মধ্যে ফের তাঁর পক্ষে দিল্লি গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: বিশ্বের বুকে টাটকা ২০ বছর আগের ৯/১১ স্মৃতি, আজও কাটেনি সাক্ষীদের দুঃস্বপ্ন


২৮ অগাস্ট ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। রুজিরাকে বলা হয়েছিল ১ সেপ্টেম্বর হাজিরা দিতে আর অভিষেককে বলা হয়েছিল ৬ সেপ্টেম্বর হাজিরা দিতে। রুজিরা মেইল করে বলেছিলেন, তাঁর দুটি সন্তান ছোট, তাই তাঁর পক্ষে এই করোনা পরিস্থিতিতে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাই ইডির আধিকারিকরা যদি চান, তাহলে তাঁর বাড়িতে গিয়ে জেরা করতে পারেন। 

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন