প্রয়াত বাংলার ‘ বুলডোজার ‘, সুভাষহীন কলকাতা ময়দান

শনিবারের ভোরে প্রয়াত হলেন বাংলার ফুটবল মহলে ‘ বুলডোজার ‘ নামে বিখ্যাত বিশিষ্ট ফুটবলার তথা ফুটবল কোচ সুভাষ ভৌমিক। ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।

শনিবার সকালে এলবালপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই ফুটবলার এবং কলকাতা ময়দানের অন্যতম সফল ফুটবল কোচ। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই সুগার এবং কিডনির অসুখে ভুগছিলেন সুভাষ ভৌমিক। বিগত প্রায় চার মাস ধরে তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছিল বলেও জানা গিয়েছে তাঁর পরিবার সূত্রে।

গত কয়েকদিন ধরেই বুকে সংক্রমণের কারণে তাঁর চিকিৎসা চলছিল একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে। সম্প্রতি করোনাতেও আক্রান্ত হন প্রয়াত এই ফুটবলার বলে হাসপাতাল সূত্রে খবর। শুক্রবার সন্ধের পর থেকেই ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে শনিবার ভোরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলার ফুটবল ইতিহাসের অন্যতম এই নক্ষত্র সুভাষ ভৌমিক।

একদিন আগেই অর্থাৎ শুক্রবার বিকেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে সুভাষ ভৌমিকের জন্য একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকের শেষে ভৌমিকের চিকিৎসার জন্য তাঁর পাশে এসে দাঁড়িয়ে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কলকাতার ক্রীড়ামহল। তাঁর পাশে থাকার আশ্বাস দেয় কলকাতার তিন প্রধান ক্লাবও। কিন্তু সবার সব চেষ্টা আর প্রয়াস সত্বেও এই যাত্রায় আর ফেরানো গেল না সুভাষ ভৌমিক কে। স্বাভাবিক ভাবেই তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ক্রীড়াজগৎ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন