প্রথম পাতা খবর ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেফতার ১

ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেফতার ১

351 views
A+A-
Reset

ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেফতার ১। শুক্রবার রাতে কুলতলির কীর্তনখোলা থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত আফতাবউদ্দিন। শুক্রবার রাতে কুলতলি থেকে তাকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে তোলা হবে আফতাবউদ্দিনকে।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই খুনের পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী হামলাকারীদের আগে পৌঁছয় আফতাফউদ্দিন। এই অভিযুক্ত স্বপন মাজিদের বাইকের সঙ্গে সঙ্গেই যাচ্ছিল এবং আততায়ীদের লোকশন জানাচ্ছিল এরপরই হামলা চালানো দুষ্কৃতীরা। শনিবারই ধৃত আফতাফউদ্দিনকে আদালতে পেশ করবে পুলিশ। তাকে হেফাজতে চাওয়া হবে। তারপর ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ।

আরও পড়ুন :

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ গুহার কাছের এলাকা, মৃত ১৫, নিখোঁজ বহু

দুষ্কৃতীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, শিনজো আবের মৃত্যুতে মর্মাহত মোদী

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে শিনজো, দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো

মধ্যরাতে লন্ডনের রাস্তায় সৌরভের তুমুল নাচ

লন্ডনে সৌরভ প্রি বার্থ ডে সেলিব্রেশন

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.