ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যা পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক আকার নিচ্ছে। কাঁসাই নদীর বাঁধ ভেঙে ডেবরা, দাসপুর, কেশপুরের মতো এলাকাগুলিতে জল প্রবেশ করছে। এই সংকটময় পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই জেলা সফরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্লাবিত ঘাটাল এলাকা ঘুরে দেখেছেন এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী পুলিশের সুপার ধৃতিমান সরকার এবং জেলাশাসক খুরশিদ আলি কাদরির সঙ্গে ত্রাণ কার্যক্রমের অগ্রগতি এবং সঠিকভাবে সাহায্য পৌঁছানো নিয়ে কথা বলেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরেই থাকবেন।
জানা গিয়েছে, কাঁসাই নদীর বাঁধ ভেঙে দাসপুর ও ডেবরা অঞ্চলে জল প্রবেশের ফলে গ্রামগুলির পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। বিশেষ করে দাসপুরের একটি দোতলা বাড়ির একাংশ জলের তোড়ে ভেঙে পড়েছে। কেশপুরে বন্যার কারণে ইতিমধ্যেই এক দশ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
ডেবরায় লোয়াদা সদর ঘাটের মুখে কাঁসাই নদীর বাঁধ উপচে জল ঢুকে পড়েছে। মঙ্গলবার রাত থেকেই স্থানীয় মানুষজন বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। বহু পরিবারকে সারা রাত জেগে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। ডেবরা থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
দাসপুরের ২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় জলের তোড়ে একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে যায়। বাড়িটির মালিক স্বপন প্রামাণিক, যার পরিবার ও জিনিসপত্র দ্রুত সরানোর কাজ চলছে। এছাড়া দাসপুরের ১ ব্লকের সামাট গ্রামে কাঁসাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। একের পর এক বাঁধ ভাঙার কারণে জেলাজুড়ে জলমগ্ন অবস্থা বিরাজ করছে এবং প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।