কলকাতা: শিক্ষানীতি নিয়ে বড় খবর। নতুন শিক্ষানীতি নিয়ে শনিবার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট, জাতীয় শিক্ষানীতি হুবহু মানছে না রাজ্য।
কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি প্রকাশ করেছে। সেই শিক্ষানীতি রাজ্যগুলিকে মেনে চলার আবেদনও জানানা হয়েছে কেন্দ্রের তরফে। তবে রাজ্য সরকার কেন্দ্রের সেই শিক্ষানীতি হুবহু মানছে না। রাজ্য সরকারের তরফে এই নিয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকার কী কী মানছে আর কী কী নতুন করে যোগ করা হয়েছে, সেসবই উল্লেখ করা হয়েছে গেজেট বিজ্ঞপ্তিতে।
জানা গিয়েছে, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক থাকছে আগের মতোই। এক বছরের প্রি-প্রাইমারি ক্লাস এবং চার বছরের প্রাথমিকের ক্লাসের কথা বলা হয়েছে। এরপর পঞ্চম থেকে অষ্টম শ্রেণি এবং নবম-দশম শ্রেণি শেষে মাধ্যমিক পরীক্ষা। তারপর একাদশ-দ্বাদশ শ্রেণির শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতি এবং এমসিকিউ ধাঁচে। প্রত্যেক পড়ুয়ার তিন বছর বয়স থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অ্যাকাডেমিক রেকর্ড জমা থাকবে ক্লাউডে।
আবার কলেজ শিক্ষার ক্ষেত্রে চার বছরের ডিগ্রি কোর্সের বিষয়টা জাতীয় শিক্ষানীতি থেকে গ্রহণ করেছে রাজ্য সরকার। আর সেই অর্থে তেমন কিছু গ্রহণ করেনি রাজ্য সরকার। এ দিন সকালে স্কুল শিক্ষা দফতরের পোর্টালে রাজ্যের নয়া শিক্ষানীতি সংক্রান্ত তথ্য আপলোড করা হল। ১৭৮ পাতার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ২০৩৫ সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে এই শিক্ষানীতি।