কবে শেষ হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ, জানালেন দেব

তৃতীয়বার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রতিশ্রুতি রেখেছেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)। বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ আগামী ২০২৮ সালের মার্চের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি।

সম্প্রতি কলকাতা হাই কোর্ট রাজ্যের কাছে ঘাটাল মাস্টারপ্ল্যানের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট চেয়েছিল। মঙ্গলবার ঘাটাল মহকুমা শাসকের দফতরে এই প্রকল্পের প্রথম মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ দেব, রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া, মুখ্যসচিব মণীশ জৈন, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার।

বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া জানান, মুখ্যমন্ত্রীর নজরদারিতে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পের সূচনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হবে। দেব বলেন, ‘‘প্রকল্প সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিরোধী দলগুলো যেন ভুল তথ্য ছড়িয়ে প্রকল্পে বিলম্ব না ঘটায়, সেই অনুরোধ করছি।’’

ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নে শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুরেরও দুটি ব্লক-সহ মোট সাতটি ব্লক এবং দুটি পুর এলাকায় কাজ হবে। জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সাংসদ দেব।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক