কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, মহার্ঘভাতা বাড়ল ১১ শতাংশ

ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, কর্মীদের মহার্ঘভাতা বাড়ল ১১ শতাংশ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল ডিএ। এবার তা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ১১ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এর আগে ডিএ ১৭ শতাংশ ছিল তবে এবার তা বেড়ে হল ২৮ শতাংশ।

ডিএ বাড়ার ফলে ৫০ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ৬০ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীও লাভবান হবেন বলে জানা গিয়েছে। ক্যাবিনেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ানো হবে।

আরও পড়ুন: করোনা আবহে রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ, বন্ধ লোকাল, সাধারণ মানুষের জন্য চালু হচ্ছে মেট্রো


সূত্রের খবর, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী মহার্ঘভাতা ও ডিয়ারনেস রিলিফ এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হতে পারে। গত বছরের এপ্রিল থেকে মহার্ঘভাতা বন্ধ করে দিয়ে ৩৭,৫৩০.০৮ কোটি টাকা বাঁচাতে পেরেছে কেন্দ্র। লকডাউনের ফলে তৈরি হওয়া আর্থিক সঙ্কট সামাল দেওয়ার জন্য সেই টাকা কাজে লাগানো হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন