পুরভোটে শিলিগুড়িতে তৃণমূলকে সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের মতো পুরসভাতেও তৃণমূলকে সমর্থনের কথা জানিয়ে দিল গোর্খা জনমুক্তি মোর্চা। বুধবার মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানিয়েছেন, শিলিগুড়ি পুরনিগমের সব ওয়ার্ডে তারা শাসকদলকে সমর্থন করবেন।

এই পাশাপাশি তিনি শিলিগুড়িবাসীকে তৃণমূলকে ভোট দেওয়া আবেদন জানিয়েছেন।

এর আগে পাহাড়ে একাধিক নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছে মোর্চা। কিন্তু গত বিধানসভা নির্বাচনে ছবিটা বদলে যায়। সে সময় মোর্চা বিভাজন হলে বিমল গুরুং অংশটি সমর্থন জানিয়েছিল তৃণমূলকে। পরে অবশ্য মোর্চার এক নেতা বিনয় তামাং তৃণমূলে যোগ দিয়েছেন। অন্য এক নেতা অনতি থাপা নতুন দল গড়েছেন। এই পরিস্থিতিতে মোর্চার সমর্থন থাকছে তৃণমূলের দিকে। কোন বিজেপিকে সমর্থন নয়? এ প্রসঙ্গে রোশন গিরি বলেন, ‘‘ বিজেপি মিথ্যার রাজনীতি করে। পাহাড়বাসীকে গত ১০ থেকে ১১ বছর অন্ধকারে রেখে শুধু মিথ্যা আশ্বাস দিয়েছে।’’তবে দার্জিলিং পুরসভাতে প্রার্থী দেওয়া নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি রোশন গিরি।

আরও পড়ুন : কলকাতায় চলল গুলি, রক্তাক্ত ব্যবসায়ী আশঙ্কাজনক, হাসপাতালে চিকিৎসাধীন

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন