হৃদরোগে থমকালেন কত্থক সম্রাট, প্রয়াত বিরজু মহারাজ

সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন প্রখ্যাত কত্থক
নৃত্যশিল্পী বিরজু মহারাজ। ৮৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করলেন এই কত্থক সম্রাট।

এদিন বিরজু মহারাজ নাতি সোশ্যাল মিডিয়ায় জানান, ‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, পণ্ডিত বিরজু মহারাজ অর্থাৎ আমার দাদু আর নেই। গভীর দুঃখ এবং বিষাদের পরিবারের সবচেয়ে ভালবাসার সদস্যটির মৃত্যুর খবর দিতে হচ্ছে। মহান আত্মা চলে গেলেন ২০২২-এর ১৭ জানুয়ারি।’

১৯৩৮ সালের ৪ ফেব্রুয়ারি জন্ম বিরজু মহারাজের। মাত্র ৯ বছর বয়সেই বাবাকে হারান। বাবা জগন্নাথ মহারাজ অচ্চন মহারাজ নামেই খ্যাত। পিতার মৃত্যুতেও নাচ শিখতে কোনও সমস্যা হয়নি ছোট্ট বিরজুর। তালিম পেয়েছিলেন দুই কাকা পণ্ডিত লাচ্চু মহারাজ এবং পণ্ডিত শম্ভু মহারাজের থেকে।

ভারত সরকারের হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করেছেন বিরজু মহারাজ। পদ্মবিভূষণ জয়ী নৃত্যশিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।

Related posts

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের