Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি, অন্যত্র মামলার স্থানান্তর চেয়ে শীর্ষ আদালতে শুভেন্দু - NewsOnly24

পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি, অন্যত্র মামলার স্থানান্তর চেয়ে শীর্ষ আদালতে শুভেন্দু

ডেস্ক: পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি। মামলাটি অন্যত্র সরানোর আর্জি জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। সেকারণে আপাতত হাইকোর্টে শুনানি মুলতুবি রাখার আবেদন জানালেন তিনি। বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ এ দিন নন্দীগ্রাম মামলার শুনানি পিছিয়ে দেয়। মামলাটির পরবর্তী শুনানি ১৫ নভেম্বর রয়েছে বলে খবর।


সূত্রের খবর, হাইকোর্ট থেকে মামলাটি সুপ্রিম কোর্টে সরানোর আবেদন জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টে শুনানি স্থগিত রাখার আবেদন জানান বিরোধী দলনেতা। বিচারপতি শম্পা সরকারের এই বেঞ্চে এই আবেদন জানানো হলে তিনি মামলাটির শুনানি নভেম্বর মাস পর্যন্ত পিছিয়ে দেন।


নন্দীগ্রাম মামলায় জরিমানার ৫ লক্ষ টাকা জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তরফে আদালতে জরিমানা দেওয়া হয়েছে বলেও জানান মমতার আইনজীবী।
এদিকে নন্দীগ্রামে ভোট সংক্রান্ত ইভিএম, ভিভিপ্যাট, গণনাকেন্দ্রের ভিডিয়োগ্রাফি-সহ যাবতীয় নথিপত্র যখন নির্বাচন কমিশনকে সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তখন মামলাটি অন্যত্র সরানো আর্জি সুপ্রিম কোর্টে গিয়েছেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন: ৩০ আগস্ট অবধি বাড়ল বিধিনিষেধ, এখনই রাজ্যে চালু হচ্ছে না লোকাল ট্রেন, ঘোষণা মমতার


হাইকোর্টে মামলাটি কয়েকমাসের জন্য পিছিয়ে যাওয়ায় তা পরোক্ষে শুভেন্দু অধিকারীর জন্যই লাভদায়ক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে মামলাটি অন্য আদালতে স্থানান্তরিত হলে তাতেও পরোক্ষে শুভেন্দু অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারেন বলে মত আইনজীবী মহলের।

Related posts

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫