আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে হতে চলেছে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ শুনানি। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হবে। নতুন বছরে এই মামলার প্রথম শুনানি নিয়ে নজর রয়েছে সকলের।
গত শুনানিতে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখার বিষয়টি পুনর্বিবেচনা করেছিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে, যদি যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের মধ্যে সঠিকভাবে পার্থক্য করা সম্ভব না হয়, তবে ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হতে পারে। তবে, আদালত যোগ্য প্রার্থীদের স্বার্থ রক্ষায়ও সচেষ্ট থাকবে বলে জানিয়েছে।
শীর্ষ আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল, যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করার জন্য তাদের কী পদ্ধতি বা উপায় রয়েছে। আজকের শুনানিতে সেই বিষয়ে রাজ্যের ব্যাখ্যার পাশাপাশি আদালতের পরবর্তী নির্দেশিকার দিকে নজর থাকবে।