প্রথম পাতা খবর একাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

একাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

307 views
A+A-
Reset

ডেস্ক: মাধ্যমিকের ফলপ্রকাশের একদিনের মধ্যেই একাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে একাদশে ভর্তির নিয়ামাবলী প্রকাশ করা হয়েছে। সংসদের ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা নিজের স্কুলে একাদশ শ্রেণীতে ভরতি হতে চাইলে ২ থেকে ১৪ আগস্ট এর মধ্যে ভরতি হতে হবে। স্কুল বদল করে ভরতি হতে চাইলে দিন বেঁধে দেওয়া হয়েছে ১৬ থেকে ৩১ আগস্ট। প্রত্যেকটি উচ্চমাধ্যমিক স্কুলকে সংসদ নির্দেশ দিয়েছে আলাদা করে ভরতির বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 


নির্দেশিকায় জানানো হয়েছে, যদি কোনও পড়ুয়া একাদশে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চান, তবে দশমে বিজ্ঞানের সমস্ত বিষয়ে ন্যূনতম ৪৫ শতাংশ পেতেই হবে সেই পড়ুয়াকে। কোন কোন বিষয় রয়েছে তালিকায়? সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণিত কিংবা স্ট্যাটিস্টিক্সে, জীবন বিজ্ঞান, পদার্থবিদ্যা বা রসায়ন বা উভয়, ভূগোল এবং কম্পিউটার সায়েন্সে কমপক্ষে ৪৫ শতাংশ থাকতেই হবে। নতুবা কোনও ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে না।


একাদশে ভরতিতে এবার বৃত্তিমূলক বিষয় অটোমোবাইল, রিটেল, হেলথকেয়ার, কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, বিউটি এন্ড ওয়েলনেস, এগ্রিকালচার ও পাওয়ার প্রভৃতি বিষয় ঐচ্ছিক হিসাবে রাখা যাবে। এই বিষয়গুলি নিয়ে ভোকেশনাল পঠনপাঠন করা যাবে। যারা মাধ‌্যমিকে লেভেল ওয়ান এবং লেভেল টু-তে এই বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হয়েছে, তারা একাদশে এই বিষয়গুলি নিয়ে পড়ার সুযোগ পাবে।


এর পাশাপাশি এ বছর একাদশ শ্রেণির বৃত্তিমূলক বিভাগে চারটি নতুন বিষয় যুক্ত করার কথাও ঘোষণা করা হয়েছে সংসদের পক্ষ থেকে। সেই চারটি বিষয় হল- রূপচর্চা, শক্তি, কৃষি ও পোশাক সংক্রান্ত বিষয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.