হাই কোর্টের রায়ের পরও থামল না হিজাব বিতর্ক , এবার মামলা সুপ্রিম কোর্টে

কর্নাটক: হাই কোর্টের রায়ের পরও হিজাব বিতর্ক থামছে না। মঙ্গলবার ঐতিহাসিক রায় দিয়ে কর্নাটক হাই কোর্ট জানিয়ে দিয়েছে, হিজাব পরা ইসলাম ধর্ম অনুশীলনে কোনো বাধ্যতামূলক বিষয় নয়। শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পোশাক রীতি থাকতেই পারে। হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন উদুপি কলেজের পড়ুয়ারা।

পড়ুয়াদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে টুইট করেছেন আইনজীবী আনাস তনবীর যিনি এই মামলাটি লড়বে বলে জানা গিয়েছে। টুইটে তিনি লিখেছেন, ‘মেয়েরা আদালত ও সংবিধানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।’

প্রসঙ্গত কর্নাটক সরকার ৫ ফেব্রুয়ারি এক নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করে। এর পর থেকে শুরু হয় বিতর্ক। ছাত্রীরা হিজাব পরে কলেজে এলে তাদের  ক্লাসে প্রবেশ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এর জেরে একাধিক কলেজে বিক্ষোভ দেখানো হয়। পাল্টা মাঠে নামে গেরুয়া শিবিরও তারাও গেরুয়া ওড়না পরে কলেজে ঢোকার চেষ্টা করে।

হিজাব বিতর্ক ছড়িয়ে পড়ে অন্য রাজ্যেও। কর্নাটক হাই কোর্টে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার আবেদন জানিয়ে একাধিক মামলা হয়। সেই আবেদনকে খারিজ করে আদালত তার মত জানিয়ে দিল মঙ্গলবার।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন