উৎসবের মরশুমে রাজ্যগুলিকে বড় জমায়েতে রাশ টানতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক

ডেস্ক : আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে কোভিড বিধি আরও এক মাস বাড়াল কেন্দ্র। শনিবার এক নির্দেশিকায় সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে উৎসবে মরশুমে বড় কোনো জমায়েত না করার নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেন, কয়েকটি রাজ্যের স্থানীয় এলাকা ছাড়া দেশের বাকি অংশে কোভিড-পরিস্থিতি স্থিতিশীল।

বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সচিবদের লেখা চিঠিতে তিনি জানিয়েছে, ‘‘ যে সব জেলার সংক্রমণের হার বেশি সেখানে সংশ্লিষ্ট রাজ্য সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। যাতে এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়া রুখে দেওয়া যায়।’’

এর সঙ্গে উৎসবের মরশুমে বড়ো ধরনের জমায়েত এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। জমায়েত রোধে প্রয়োজনে স্থানীয় বিধি নিষেধ আরোপ করার কথা বলেছেন তিনি। বিশেষ করে জনবহুল এলাকায় ওই বিধি নিষেধ প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৬লক্ষ ৩ হাজার ১৮৮। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজা ৭৫৯জন।

আরও পড়ুন : কয়লা পাচারকাণ্ডে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে