266
স্বাস্থ্য কমিশনের আদলে এবার শিক্ষা কমিশন গঠন করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বিষয়টি ভাবনাচিন্তার স্তরে রয়েছে। এখনও চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি। খুব শীঘ্রই এ সম্পর্কে বিস্তারিত সরকার জানিয়ে দেবে।
নবান্ন সূত্রের খবর, রাজ্যের বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে অভিভাবকদের ভুরিভুরি অভিযোগ। সব থেকে বেশি অভিযোগ অতিরিক্ত টাকা নেওয়ার। করোনাকালে স্কুল বন্ধ থাকলেও প্রায় সব বেসরকারি স্কুলই পরিকাঠামোবাবদ যে টাকা দেয় তা আদায় করেছে অভিভাবকদের থেকে। কোনও না কোনও বেসরকারি স্কুলে অভিভাবকরা বিক্ষোভ দেখিয়েছেন বলে খবর পাওয়া যায়। সমস্যা মেটাতে তাই স্বাস্থ্য কমিশনের আদলে শিক্ষা কমিশন গঠনের ভাবনা।