বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু ঘিরে জল্পনার মাঝেই সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। তাতে ‘ফাউল প্লে’ বা আত্মহত্যার কোনও প্রমাণ মেলেনি বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ২৫ বছর বয়সি সৃঞ্জয়ের হৃদ্যন্ত্র, কিডনি ও লিভারের আকার স্বাভাবিকের তুলনায় বড় ছিল। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন রক্তচাপজনিত সমস্যা থাকলে এমন লক্ষণ দেখা দিতে পারে।
মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাট থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয় সৃঞ্জয়ের দেহ। বিধাননগরের হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরজি কর মেডিক্যাল কলেজে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে।
হাসপাতাল সূত্রে খবর, দুপুর পৌনে পাঁচটা নাগাদ ময়নাতদন্ত হয়। চিকিৎসকদের অনুমান, সৃঞ্জয়ের মৃত্যু হয়েছে অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিসে—অর্থাৎ অগ্ন্যাশয়ে মারাত্মক প্রদাহ ও রক্তক্ষরণের ফলে।
তবে মৃত্যুর সময় নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। হাসপাতাল পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয় বলে ইঙ্গিত মিলেছে রিপোর্টে। ঘটনায় এখনও মুখ খোলেননি দিলীপ ঘোষ বা রিঙ্কু।