সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে উঠে এল চিনা আগ্রাসন প্রসঙ্গ

ওয়েবডেস্ক : সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতীর উদ্দেশে দেওয়া রাষ্ট্রপতির ভাষণে উঠে এল করোনা থেকে সীমান্ত সংঘাত প্রসঙ্গ।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ দিন ভাষণে করোনা যোদ্ধা এবং সীমান্তে মোতায়েন জওয়ানদের শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘‘সিয়াচেন ও লাদাখের গালওয়ান উপত্যকায় মাইনাস ৫০ ডিগ্রি থেকে জয়সলমেরে ৫০ ডিগ্রি প্রচণ্ড উত্তাপেও দেশের সুরক্ষায় সদা সতর্ক রয়েছেন আমাদের যোদ্ধারা।’’

রাষ্ট্রপতি কৃষকদের অবদানের প্রসঙ্গও উল্লেখ করে বলেন, ‘‘খাদ্য উৎপাদনে আমাদের দেশকে আত্মনির্ভর বানিয়েছেন কৃষকরা। করোনা আবহেও তাঁরা তাঁদের কাজ করে গিয়েছেন।’’

তিনি আরও বলেন, ‘‘করোনা মোকাবিলায় চিকিৎসকদের সঙ্গে কাজ করেছেন আমাদের দেশের বিজ্ঞানীরা। এই মহামারীতে ভারতে মৃত্যুর হার উন্নত দেশগুলির চাইতে কম থাকার নেপথ্যে সমাজের সকল স্তরের মানুষের অবদান রয়েছে।’’

রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে চিন-ভারত সংঘাত প্রসঙ্গও। চিনের নাম না করে তিনি গলওয়ান-লাদাখ প্রসঙ্গ টেনে বলেন, দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোন ভাবেই আপস করবো না আমরা। ‘সম্প্রসারণবাদের’ যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক