তৃণমূল ত্যাগী দুই লোকসভার সাংসদ শিশির অধিকারী ও সুনীল মণ্ডলকে নোটিস দিল লোকসভা

ডেস্ক: তৃণমূল ত্যাগী দুই লোকসভার সাংসদ শিশির অধিকারী ও সুনীল মণ্ডলকে নোটিস দিল লোকসভা। আগামী ১৫ দিনের মধ্যে ওই চিঠির জবাব দিতে হবে দুই সাংসদকে। এমনটাই লোকসভার সচিবালয় সূত্রে খবর।


বিধানসভা নির্বাচনের আগে গত ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। এপ্রিলের প্রথম সপ্তাহে এগরায় বিজেপির মঞ্চে দেখা যায় কাঁথির সাংসদ শিশির অধিকারীকে। বিধানসভা নির্বাচন মিটতে এই ২ সাংসদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন প্রয়োগের দাবি জানায় তৃণমূল। তাদের বরখাস্ত করার দাবি তোলা হয়েছে রাজ্যের শাসকদলের তরফে।


দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলের পাঠানো সেই আবেদনের ভিত্তিতেই শিশির ও সুনীলকে নোটিস দিয়ে তাঁদের জবাব তলব করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তৃণমূলের তোলা অভিযোগের তাঁদের জবাব দিতে বলেছে লোকসভার সচিবালয়।

আরও পড়ুন: নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচন হোক, নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করল তৃণমূলের প্রতিনিধি দল


যদিও লোকসভা সচিবালয়ের এই পদক্ষেপকে অত্যন্ত সুকৌশলী রাজনৈতিক চাল হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহলের একাংশ। কারণ, রাজ্য বিধানসভায় মুকুল রায়ের বিরুদ্ধেও একই ভাবে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারীরা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন