ডেস্ক: ৭২ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। যদিও দৈনিক সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। পাশাপাশি শনিবারের তুলনায় রবিবার মৃত্যুর সংখ্যাও কমেছে।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। শনিবারের রিপোর্টে আক্রান্তের সংখ্যা ছিল ৮৪ হাজার ৩৩২ জন। এই নিয়ে পরপর তিন দিন কমল আক্রান্তের সংখ্যা।
একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৪ হাজার ২। গতকালের পরিসংখ্যানের ভিত্তিতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫। মৃত্যু হয়েছিল ৩ লক্ষ ৬৭ হাজার ৮১ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০।
আরও পড়ুন: অভিষেকের হাতে ৩৫ বিজেপি নেতার তালিকা ধরালো মুকুল
রবিবার সুস্থতার সংখ্যা শনিবারের চেয়ে বেড়েছে। এদিন সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন। করোনাকে জয় করে সুস্থ হয়েছিলেন ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন। সুস্থতার হার বেড়ে ৯৫.২৬ শতাংশ। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৫ কোটি ৩১ লক্ষ ৯৫ হাজার ৪৮ জন।