সংক্রমণের রাস টানতে ফের লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রে

ডেস্ক: দেশে উর্ধমুখী করোনার গ্রাফ। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুতে গড়ছে রেকর্ড। একদিনে মৃতের সংখ্যা ৪ হাজার পার করেছে। এই পরিস্থিতিতে সংক্রমণের রাস টানতে লকডাউনের মেয়াদ আরও বাড়াল মহারাষ্ট্র সরকার। আগামী ১ জুন সকাল সাতটা পর্যন্ত সেই লকডাউন কার্যকর হবে। 


নয়া বিধিনিষেধে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, ভিন রাজ্য থেকে মহারাষ্ট্রে এলে বাধ্যতামূলকভাবে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট লাগবে। মহারাষ্ট্রে আসার ৪৮ ঘণ্টা আগে সেই রিপোর্ট পেতে হবে। ট্রেন, বাস বা উড়ান – সবক্ষেত্রেই সেই নিয়ম প্রয়োজ্য হবে। দুধ সরবরাহ, পরিবহনে কোনও বিধিনিষেধ থাকছে না। বিমানবন্দর, বন্দর পরিষেবার যুক্ত ব্যক্তি এবং ওষুধ, স্বাস্থ্য পরিকাঠামোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিধিনিষেধ থেকে ছাড় পাবেন। 


নির্দেশিকাতে বলা হয়েছে, বিয়েতে সর্বাধিক ২৫ জন উপস্থিত থাকতে পারবেন। সরকারি এবং বেসরকারি অফিসে সর্বাধিক ১৫ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। বেসরকারি অফিস যদি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হয় বা বিধিনিষেধ তালিকার বাইরে হয়, তবেই চালু থাকতে পারবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক